চিরিরবন্দর রানির বন্দর, ১২ নং আলোকদিঘী ইউনিয়নের, গছাহার গ্রামে দুঃখজনক ঘটনা।
মোঃ আমজাদ হোসেন
চিরির বন্দর উপজেলা প্রতিনিধি দিনাজপুর
চিরিরবন্দর উপজেলার রানীর বন্দর ১২ নং আলোকদিঘী ইউনিয়নে, গছাহার গ্রামে, দুর্বৃত্তরা, রানীর বন্দর সাবেক নাবিল কাউন্টারের মালিক মোহাম্মদ মজিবুর রহমানকে তার নিজ বাড়িতে মেরে গুরুতর জখম করে ও তার বাড়ি ঘর ভাঙচুর করে।
এই ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও দোষীদের আইনি তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানায়।