সিসিএস লক্ষ্মীপুর জেলার আয়োজনে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর জমকালো উদ্ভোধন।
হাছিবুর রহমান জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুর জেলার আয়োজনে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্ভোধনী অনু্ষ্ঠান ও উদ্ভোধনী খেলা হয়েছে,আজ ২৪/০৮/০২৫ ইং রোজ রবিবার লক্ষ্মীপুর জেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট এর শুভ সুচনা হয়েছে,জানা যায় জেলার ছয়টি থানার ছয়টি দল এই টুর্নামেন্ট এ অংশগ্রহণ করবে,এবং সকল খেলোয়াড় শুধুমাত্র সিসিএস লক্ষ্মীপুর জেলার সদস্যরাই এই টুর্নামেন্টে অংশ নেবে, উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা, বিশেষ অতিথি ছিলেন,চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফয়জুল আজীম নোমান, এডভোকেট জনাব রেজাউল ইসলাম খান সুমন,উপদেষ্টা জনাব ফারাজ রানা, উদ্ভোধন ঘোষণা করেন লক্ষ্মীপুর জর্জ কোর্টের সম্মানিত পিপি জনাব আহমদ ফেরদৌস মানিক,সভাপতি ছিলেন সিসিএস জেলা কো-অর্ডিনেটর জনাব আবুল হাসান সোহেল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সভাপতি ফিরোজ আলম, সদস্য সচিব হুসাইন মুহাম্মদ রাসেল, সদস্য –হাছিবুর রহমান, আবদুল আজিম,মোহাম্মদ সুজন,আব্দুল বাতেন,রিয়াজ মাহমুদ।
অতিথিগনের বক্তব্যের পরে বেলুন উড়িয়ে খেলা উদ্ভোদন করা হয়,উদ্ভোদনী খেলায় অংশগ্রহণ করেন সিসিএস রায়পুর থানা একাদশ বনাম সিসিএস সদর থানা একাদশ, নির্ধারিত সময়ে খেলা গোল শুন্য ড্র হওয়ার পর ট্রাইবেকারে রায়পুর থানা একাদশ জয়লাভ করে।