লায়ন জসিম ২য় মেয়াদে চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত
মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার, সেনবাগ-নোয়াখালী :–
দ্বিতীয় মেয়াদে চাঁচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রসার ফের আগামী ২ দুই বছরের জন্য নিয়মিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন মোহাম্মদ জসিম উদ্দিন।এরআগে তিনি এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছিলেন।
মাদ্রাসা বোর্ড তাকে দ্বিতীয় মেয়াদে সভাপতি মনোনীত করায় তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।
এছাড়াও তিনি স্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নোয়াখালী ২ আসন সেনবাগ থেকে টানা পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও
গণমানুষের নেতা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জয়নুল আবদিন ফারুককে ।
এছাড়াও সেনবাগ উপজেলা বিএনপি ও ৫ নং ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদল ,স্বেচ্ছাসেবকদল ,সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ।
ও প্রতিষ্ঠাতার সন্তানদের নিকট বিশেষ করে সিনিয়র জেলা ও দায়রা জজ আলী হায়দারকে।
লায়ন জসিম উদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলী আকবর সাহেবের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি সকলের নিকট দোয়া চাই যেন ওনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন এবং সহযোগিতা চান মাদরাসা শিক্ষক কর্মচারী,ছাত্রছাত্রী ও এলাকাবাসীর।