রাজাপুরে ১৫ দিন ধরে নারী নিখোঁজ, স্বজনদের আহ্বান জানিয়েছেন জনসাধারণের প্রতি।
এস এম আক্তার হোসেন মিলন নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠী গ্রামের গৃহবধূ মোসা: মরিয়ম (৪০) গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নিখোঁজ গৃহবধূর স্বামী মো: লোকমান হাওলাদার জানান, তার স্ত্রী গত ১৫ দিন আগে হঠাৎ করে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা আশেপাশের এলাকায় খোঁজ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে তথ্যের জন্য আবেদন জানিয়েছেন।
নিখোঁজ মরিয়মের খোঁজ পেলে ০১৭৫৩৩৭৮৭৮৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দ্রুত গৃহবধূর সন্ধান না মিললে পরিবারের পাশাপাশি এলাকাবাসীরও দুশ্চিন্তা বাড়বে।