বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
এস এম আক্তার হোসেন মিলন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দৈনিক প্রভাতী বাংলাদেশ
পিরোজপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন করণীয় অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা প্রশাসক পিরোজপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিল আরো জেলা রেজিস্ট্রার, ইসলামিক ফাউন্ডেশন, কাজী ও ইমামগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে কাজী, ইমামগণসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয় এবং বিদ্যমান আইন ও এর শাস্তি সম্পর্কে সকলকে অবহিত করা হয়। অনুষ্ঠানের সহযোগিতা করে মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর।