বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ।
মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি।
বরিশাল বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ও পরবর্তীতে ১২.৪৫ ঘটিকা পর্যন্ত রাস্তা অবরোধ করে।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জাহিদ সাকিন, ছাত্রদল নেতা, বরিশাল বিশ্ববিদ্যালয়; মোঃ আশিক,ছাত্রদল নেতা, বরিশাল বিশ্ববিদ্যালয়; আমিনুর রহমান, সভাপতি, ইসলামী ছাত্র শিবির, বরিশাল বিশ্ববিদ্যালয়; মোকাব্বের হোসেন, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয়; হাসিবুল হোসাইন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয়; ভুমিকা সরকার, সংগঠক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয়; ওয়াহেদ মিয়া, সাবেক সদস্য সচিব বৈষম্যবাদী ছাত্র আন্দোলন,বরিশাল মহানগরসহ ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
*শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:*
ক.অবকাঠামোগত উন্নয়ন।
খ.ক্যাম্পাসের আয়তন বৃদ্ধিকরণ।
গ.শতভাগ পরিবহন নিশ্চিতকরণ।
রাস্তা অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির স্বীকার হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বলেন *আগামী ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যোগাযোগ না করে এবং আমাদের দাবি মেনে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব ও রাস্তা অবরোধ করে দক্ষিন বঙ্গ অচল করে দেওয়া হবে।*