নীলফামারির ডোমারে আখের বাম্পার ফলন
নীলফামারী প্রতিনিধি মোজাফফর হোসেন রনি
ডোমার থানার পার ঘাট এলাকায় এ বছর আখের প্রচুর ফলন হয়েছে, এ বিষয়ে পার ঘাট এলাকায় কৃষক রমিজ মিয়া, নিজে আমাদের কে জানিয়েছেন য়ে, এ বছর তিনি ১০ বিঘা জমিতে আখের চাষ করেছেন এতে তার খরচ হয়েছে ৩ লাখ টাকা, কৃষক রমিজ প্রায় ১০ বিঘা জমিতে আখ বিক্রি করেছেন ৯ লক্ষ দশ হাজার টাকা, এ বিষয়ে ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তা আমিজ উদ্দিন তিনি আমাদেরকে জানান য়ে, এ অঞ্চলে আখের চাষ ভালো হওয়ায় সামনের বছর থেকে আখ চাষি দের রিন দেওয়া হবে এর জন্য একটি তালিকা তৈরি করা হচ্ছে।