নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের মাঠ পরীক্ষা: স্বচ্ছতায় দৃষ্টান্ত”
মোঃ উজ্জ্বল
ঢাকা বিভাগীয় বিশেষ প্রতিনিধি
আজ ২৪ তারিখ রবিবার নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ারফাইটার (ফিমেল) এবং নার্সিং অ্যাটেনডেন্ট (মেল ও ফিমেল) পদে নিয়োগপ্রার্থীদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পুরো কার্যক্রম ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
নিয়োগ কমিটির সভাপতি পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ শহীদ আতাহার হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মাঠে উপস্থিত থেকে কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
নিরাপত্তা কার্যক্রমে নেতৃত্ব দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানায়, স্বচ্ছ, সুন্দর ও পরিচ্ছন্ন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। এ প্রসঙ্গে সকলকে সতর্ক করে বলা হয়, কোনো ধরনের অনৈতিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, আজকের মাঠ পরীক্ষার ফলাফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।