নান্দাইলে জমি দখলে অসহায় পরিবার উৎখাতের শিকার
হাফেজ মাওলানা আবু রায়হান
নান্দাইল উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হয়রানি ও উৎখাতের শিকার হচ্ছে এক অসহায় পরিবার। স্থানীয় একটি প্রভাবশালী মহল নানা কৌশলে ওই পরিবারের বৈধ ভিটেমাটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সাহেদ আলীর ছেলে ফারুক মিয়ার পরিবার প্রায় একশ বছরেরও বেশি সময় ধরে শেরপুর মৌজার দাগ নং ১৯১৮, সাবেক খতিয়ান নং ৫৭৩১ ও বর্তমান খতিয়ান নং ১১১৭৮ অনুযায়ী প্রায় ৫৩ শতক জমি ভোগদখল করে আসছে। সরকারি রেকর্ডেও জমিটির মালিকানা তাদের নামে নিশ্চিত থাকলেও প্রতিপক্ষ শক্তিশালী একটি চক্র বারবার দখলের চেষ্টা চালাচ্ছে।
সম্প্রতি গত ১৮ আগস্ট সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের একদল লোক ফারুক মিয়ার বাড়িতে হামলা চালায়। নারী-পুরুষ ও শিশুরা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে বাধ্য হয়। এসময় ঘরবাড়ি ভাঙচুর করে হামলাকারীরা জমি দখলের চেষ্টা চালায়।
ঘটনার পর ভুক্তভোগী নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়। এ বিষয়ে ফারুক মিয়া বলেন—
“আমি নান্দাইল মডেল থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে ন্যায়বিচারের আশায় সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ করেছি। আমার বৈধ ভিটেমাটি রক্ষার জন্য প্রশাসনের কাছে প্রাণভিক্ষা চাইছি।”
তিনি আরও জানান, প্রতিপক্ষের লাগাতার ভয়ভীতি, হামলা ও অপপ্রচারের কারণে পরিবার নিয়ে তিনি মারাত্মক নিরাপত্তাহীনতায় আছেন। দিনরাত আতঙ্কে তাদের জীবন চলছে।
এলাকার সচেতন মহল বলছে, বহু বছর ধরে জমি ভোগদখল করলেও আজ প্রভাবশালীদের কারণে পরিবারটি নিঃস্ব হওয়ার পথে।
ভুক্তভোগীর দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের ভিটেমাটি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি সেনাবাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন