জাতীয় কাবাডি প্রতিযোগিতা: পুরুষ ও মহিলা বিভাগে দ্বৈত শিরোপা টাংগাইলের দখলে
মোঃ আবু সিয়াম
স্টাফ রিপোর্ট
আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) টাংগাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জাতীয় কাবাডি প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনাল খেলা। পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই টাংগাইল দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জয় করেছে।
পুরুষদের ফাইনালে টাংগাইলের আধিপত্য
পুরুষদের ফাইনালে টাংগাইল মুখোমুখি হয় ময়মনসিংহ জেলার। ম্যাচের শুরু থেকেই টাংগাইল শক্তিশালী আক্রমণ ও কৌশলী প্রতিরক্ষা প্রদর্শন করে প্রতিপক্ষকে চাপে রাখে। শেষ পর্যন্ত টাংগাইল জয় নিশ্চিত করে ট্রফি নিজেদের করে নেয়।
মহিলাদের ফাইনালে টাংগাইলের দুর্দান্ত জয়
অন্যদিকে মহিলা বিভাগের ফাইনালে টাংগাইল লড়াই করে জামালপুরের বিপক্ষে। টানটান উত্তেজনার ম্যাচে টাংগাইল নারী দল দুর্দান্ত দক্ষতা ও দলগত সমন্বয়ের মাধ্যমে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
দর্শকদের উৎসাহ ও আয়োজকদের প্রত্যাশা
দুটি ম্যাচেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলাপ্রেমীরা মাঠে গ্যালারি ভরে তুমুল উৎসাহ দেন নিজেদের প্রিয় দলকে।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড় ও আন্তর্জাতিক রেফারি জনাব আলী আজগর।
আয়োজকরা জানান, কাবাডিকে আরও জনপ্রিয় করা ও গ্রামীণ ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।