1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান কার্যালয়ে হামলা ও সম্পাদকের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায় রাস্তা বন্ধ করে ঢুকেন গাজীপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ডাক উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত। সেলবরষ ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড কর্মীসভা বাবুগঞ্জ জামায়াতে ইসলামী নেতাদের নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন নীলফামারির ডোমারে আখের বাম্পার ফলন লোহাগাড়ায় ফেনসিডিল ব্যবসায় জড়িত থাকা এসআই কামাল প্রত্যাহার রাজাপুরে ১৫ দিন ধরে নারী নিখোঁজ, স্বজনদের আহ্বান জানিয়েছেন জনসাধারণের প্রতি।

গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায় রাস্তা বন্ধ করে ঢুকেন গাজীপুরে

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

গাজীপুরের পুলিশ কমিশনার থাকেন ঢাকায় রাস্তা বন্ধ করে ঢুকেন গাজীপুরে

গাজীপুর প্রতিনিধি মোঃ সজিব

কমিশনার আসছেন, ঢাকাগামী উড়ালসড়কে একটাও গাড়ি উঠছে না। সড়কের মুখে দাঁড়িয়ে দুই ট্রাফিক সদস্য, নিচে থেমে থাকা যানবাহনের লম্বা সারি।
কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়

গাজীপুরের পুলিশ কমিশনারের প্রটোকলের জন্য উড়ালসড়ক ফাঁকা রাখতে হয়। আর এই সময়ে যাত্রী, যানজটে হাঁসফাঁস করা মানুষের অনেকে জানেনও না, এই নগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রক ব্যক্তি থাকেন অন্য শহরে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে। ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে।

মো. নাজমুল করিম খান, জিএমপি কমিশনার
বিষয়টি সরেজমিন দেখার জন্য ১৪ আগস্ট সকাল সোয়া ১০টায় এই প্রতিবেদকদ্বয় গাজীপুরের দিক থেকে ঢাকামুখী যাত্রা শুরু করলে টঙ্গী কলেজগেট এলাকায় উড়ালসড়কের মুখে গাড়ি আটকে দেয় পুলিশ। কারণ জানতে চাইলে দায়িত্বরত দুই ট্রাফিক পুলিশ সদস্য রফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম বললেন, ‘কমিশনার স্যার’ ঢাকা থেকে আসবেন এখন, তাই গাড়িগুলো উড়ালসড়কে উঠতে দেওয়া হচ্ছে না। ‘স্যার’ গাজীপুরে ঢুকলেই ঢাকাগামী উড়ালসড়কে সব ধরনের গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় ঢাকামুখী লেনে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। সড়কে কথা হয় গাজীপুরের সিএনজিচালিত অটোরিকশাচালক মেজবাহ উদ্দিন এর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, শুক্র ও শনিবার ছাড়া প্রায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকাগামী উড়ালসড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। ফলে উড়ালসড়কের নিচে পাশের লেনে যানজটের সৃষ্টি হয়।

বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে জিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় সকাল ৮ টা থেকে বেলা ১১/১২টা পর্যন্ত গাজীপুর কলেজগেট থেকে ঢাকাগামী উড়ালসড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। রাতে জিএমপি কমিশনার যখন তাঁর কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যান, তখন উড়ালসড়কের গাজীপুরমুখী লেনে কোনো যানবাহন উঠতে পারে না। এতে গাজীপুর-ঢাকা যাতায়াতকারী বিভিন্ন অফিসের যাত্রী, ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানের সঙ্গে দৈনিক প্রভাতী বাংলাদেশ কথা হয় । তিনি বলেন, ‘সিম্পল কথা, আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়, সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন, তাতে ডিস্টার্ব হয় না? আমার তো ওখানে (গাজীপুরে) বাসা নেই। কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল, তাই না? বাংলো বানাইয়া দিতে বইলেন। আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব। একটা বাংলো বানাইয়া দেওয়ার জন্য একটা প্রতিবেদন লেখেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট