আগুনে সব হারানো ৪ পরিবারের পাশে মানবিক হাত — মক্তব ফাউন্ডেশন
(নওগাঁ) প্রতিনিধি : মোঃ হামিদুর রহমান
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী কাড়িয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই সর্বস্ব হারিয়েছে চারটি পরিবার। বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন রাতের আঁধারে লেলিহান শিখায় পুড়িয়ে দেয় তাদের ঘরবাড়ি ও মালপত্র। চোখের সামনে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
কিন্তু দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন সাপাহার উপজেলা মক্তব ফাউন্ডেশন প্রজেক্ট। অগ্নিকাণ্ডের পরদিনই ফাউন্ডেশনের পরিচালক নাসিম আরাফাত আব্বাসীর নেতৃত্বে একটি সহায়তা টিম দুর্গত পরিবারগুলোর হাতে তুলে দেয় প্রয়োজনীয় সামগ্রী।
সহায়তার মধ্যে ছিল—হাড়ি-পাতিল (বড় ও ছোট), কড়াই, গামলা, বিভিন্ন প্রকার চামচ, থালা, মগ, প্লাস্টিক সামগ্রী, পোশাক, তিন বান টিন, মোবাইল ফোনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
এ সময় মক্তব ফাউন্ডেশনের পরিচালক নাসিম আরাফাত আব্বাসী বলেন,
👉 “দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘুরে দাঁড়াক।”
স্থানীয়রা জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে পরিবারগুলো যখন সম্পূর্ণ দিশেহারা, তখন মক্তব ফাউন্ডেশনের এমন উদ্যোগ তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। শুধু সামগ্রী নয়, এই সহায়তা দুর্গতদের মানসিক শক্তিও জোগাচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের একজন আবেগঘন কণ্ঠে বলেন,
👉 “আমাদের তো সব শেষ হয়ে গিয়েছিল। মক্তব ফাউন্ডেশন পাশে না দাঁড়ালে আজ আমরা দিশাহারা হয়ে যেতাম।”
মানবিক সহযোগিতার এই উদ্যোগকে এলাকাবাসী দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের আশা, মক্তব ফাউন্ডেশনের এই কর্মযজ্ঞ অন্যান্য সংগঠনকেও অনুপ্রাণিত করবে সমাজে মানবতার হাত বাড়াতে