এ কেমন মানুষ …!
মুখে মুখে আমরা দাবী করি যে, “আমি একজন শিক্ষিত, জ্ঞানী আর সমাজ সচেতন “! অথচ কাজ করি সামাজিক হীনকর!
ইউক্যালিপটাস গাছ সামাজিক পরিবেশের জন্যে ক্ষতিকর যা বিজ্ঞান প্রমাণিত এবং সরকারিভাবে এই গাছ রোপন করা বা লাগানো নিষিদ্ধ। অথচ অজ্ঞানে বা সজ্ঞানেই হোক এই ক্ষতিকর গাছ লাগানো হচ্ছে সামাজিক ফটোসেশান করে! এরা কোন গ্রহের বাসিন্দা বোধগম্য নয়!
এ কেমন বুদ্ধিমান নাগরিক…!
আবার সামাজিক মাধ্যমে নিজেকে একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবেও দাবিদার! আর কবে সামাজিক পরিবেশে ক্ষতিকর হবে না!!!