হিজলায় মা,দক সহ আ,টক - ২
কাজী মঈনুল আলম,বিশেষ প্রতিনিধী:
হিজলা উপজেলায় মাদক সহ ২ জনকে আটক করেছেন হিজলা থানা পুলিশ।
আটক ২ জন উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামের আবুল মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বার(২৬) ও বাজিতৎ খা গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে নাইম হাওলাদার(২৯)।
হিজলা থানা এস আই নুরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার সময় উপজেলার মাউলতলা গ্রামে একটি টিম নিয়ে মাদকসহ দুজনকে হাতেনাতে আটক করেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম জানান মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নেই।