সুনামগঞ্জ-৩ এ জমিয়তের প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীকে ফুলেল শুভেচ্ছায় বরণ
দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের এমপি প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
শনিবার(২৩ আগস্ট) দুপুরে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা, স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
শত শত মোটরসাইকেল আর গাড়িবহরের দীর্ঘ শোভাযাত্রা প্রথমে জগন্নাথপুরে প্রবেশ করলে সড়কের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও তাকে অভিবাদন জানান। সেখানে অনুষ্ঠিত পথসভায় মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন৷
পরে বিশাল বহর নিয়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে কুশল বিনিময় করে শান্তিগঞ্জ বাজারে পৌঁছালে আবারও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সেখানে আয়োজিত পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাজার এলাকায় স্লোগান ও করতালিতে জমে ওঠে নির্বাচনী আমেজ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভালোবাসাই জমিয়তের শক্তি। আর এই শক্তিকেই কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করবেন মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী। সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে খেজুর গাছ মার্কায় ভোট দেয়ার আহ্বানে আহ্বান জানান বক্তারা৷
মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী তার বক্তব্যে বলেন, জমিয়তের আদর্শ ও জনগণের দোয়া নিয়েই আমি নির্বাচনে মাঠে নেমেছি। সুনামগঞ্জ-৩আসনের উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। সুতরাং বৈষম্যমুক্ত সুনামগঞ্জ-৩ আসন গড়তে খেজুর গাছ মার্কায় ভোট দিতে হবে৷
শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা হযরত শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা হাফিজ ইমদাদুল্লাহ কাতিয়া,
সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আব্দুর রকিব, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আতিকুল হক, মাওলানা রমজান হোসাইন, মাওলানা জাহাঙ্গির খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজি আবুল কালাম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি সোহাইল আহমদ ইয়াহইয়া, উপজেলা সভাপতি রফিক বিন সালিক। জগন্নাথপুর উপজেলা সহসভাপতি মাওলানা বাহাউদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সম্পাদক ফখর উদ্দীন, মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল প্রমুখ।