শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে তাঁর ছেলে ঋত সরকার ও ভাই চিররঞ্জন সরকার মরদেহ শনাক্ত করেন। এসময় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-তে জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে আর যোগাযোগ পাওয়া যাচ্ছিল না। রাতেই তাঁর ছেলে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কলাগাছিয়া নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে ৯৯৯–এ খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো ছবির সঙ্গে পরিবার সরবরাহ করা বিভুরঞ্জন সরকারের ছবির মিল পাওয়া গেলে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে ঋত সরকার ও চিররঞ্জন সরকার মুন্সিগঞ্জে গিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ শনাক্ত করেন।
গতকাল রাতে একটি অনলাইন সংবাদমাধ্যমে বিভুরঞ্জন সরকারের লেখা একটি “খোলা চিঠি” প্রকাশিত হয়। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের নানা হতাশা, পারিবারিক অসুবিধা ও বর্তমান রাজনৈতিক–গণমাধ্যম পরিস্থিতি নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছিলেন