মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পানিতে পড়ে যায়, ৩০জন আ,হত
স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বরঃ(গোপালগঞ্জ)
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তপারকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তপারকান্দি নামক স্থানে বরিশাল গামী শাউন সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এসময় প্রায় ৩০জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়।