1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এস এম আক্তার হোসেন মিলন নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দৈনিক প্রভাতী বাগেরহাট-৩ আসন কর্তনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক হরতাল-অবরোধ কাল ‎দাবি না মানলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি নেতৃবৃন্দের। এজিএম বাপ্পি ও তার মতো আড়ালের সাহসী যোদ্ধারা হারিয়ে যান পোস্টার-ব্যানারের ভিড়ে ভোলা বোরহানউদ্দিনে এসিল্যান্ড’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করে এলাকাবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫। কুষ্টিয়া মিরপুর ১নং চিথলিয়া ইউনিয়ন শাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বসানো হলো ২৩টি সিসিটিভি ক্যামেরা। জয়পুরহাট কালাই উদয়পুর স্টাফ রিপোর্টার ইব্রাহিম হোসেন

ভোলা বোরহানউদ্দিনে এসিল্যান্ড’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করে এলাকাবাসী।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ভোলা বোরহানউদ্দিনে এসিল্যান্ড’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করে এলাকাবাসী।

(ভোলা) প্রতিনিধিঃ ইমন রহমান

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানকে বোরহানউদ্দিন উপজেলায় বহাল রাখার দাবিতে ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শনিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় থানার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সৎ-সাহসী, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী জনবান্ধন এসিল্যান্ডকে বোরহানউদ্দিন উপজেলায় বহাল রাখতে উপজেলার শত শত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বৃষ্টি উপেক্ষা করে প্রায় দেড় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী, বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো: মাকসুদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্জিনিয়ার আহম্মদউল্যাহ, শাহবাজপুর প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো: নাছির পাটওয়ারী, বোরহানগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম অধ্যক্ষ মাওলানা মো: ইউছুফ শরীফ মিয়াজি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: মইন, বিশিষ্ট ব্যবসায়ী মো: জহিরুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: হানিফ, দিলীপ কুমার প্রমূখ। বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী বিশ্বাস মানববন্ধনে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, অসাধারণ গুণের অধিকারী সৎ-সাহসী, দক্ষ, বিচক্ষণ, মানবিক ও সদালাপী জনবান্ধন এসিল্যান্ডকে বোরহানউদ্দিন উপজেলায় রাখতে হবে। বদলির আদেশ বাতিল করতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকারের সুদৃষ্টি আশা করছেন তারা।
(২৪ আগষ্ট) রোববার সকাল ১১টায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে একটি গণস্বাক্ষর কর্মসূচিও পালন করা হয়।
মোঃ মেহেদী হাসান গত বছরের ২৪ জুলাই বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। পুলিশ নিস্ক্রিয় তখন নৌবাহিনী নিয়ে সাহসিকতার সাথে জনগণের জান মাল রক্ষা ও অনেক অবৈধ দখল উদ্ধার করে দেন তিনি।
ভূমি অফিসকে দালালমুক্ত করা যেখানে নিজেই শুধু দুর্নীতির বাহিরে নয় কঠোরভাবে মনিটরিং ও শতভাগ শুনানির মাধ্যমে দুর্নীতি ও হয়রানি বন্ধ করেছেন।
সাপ্তাহিক বৃহস্পতিবার জনগণের কাছে এসিল্যান্ডের জবাব নামক উদ্যোগ দিয়ে ভূমি সেবা কে সচ্ছতায় রূপান্তর করা হয়েছে। ভোলার ভাঙ্গন রোধে বালু উত্তোলনে কঠোর ভূমিকায় মোবাইল কোর্ট ও নিয়মিত মামলা দায়ের করেন তিনি। কৃষকের চর ও খাসজমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করেন এ অফিসার। পরিবেশ রক্ষায় ধরিত্রী রক্ষা কর্নার স্থাপন করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বোরহানউদ্দিন উপজেলার সরকারি চাল বিতরণসহ অনন্য কাজে কঠোর নজরদারি করাসহ
পৌর প্রশাসক হিসেবে শহরে প্রথমবারের মত ডাস্টবিন বসিয়ে নিয়মিত ময়লা আবর্জনা সংগ্রহ করে পরিবেশ রক্ষা করেন এ অফিসার। এছাড়াও পৌর শহরে অবৈধ টোল আদায় বন্ধ করাসহ চুরি ও মাদক প্রতিরোধে শহর জুড়ে সিসি ক্যামেরা বসানো কাজ শুরু করেছেন এ অফিসার।
তার বদলী প্রত্যাহার চেয়ে বোরহানউদ্দিন উপজেলায় কর্মস্থল বহালের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন হাজারো মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট