বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫।
আবির খান স্টাফ রিপোর্টার দৈনিক প্রভাতী বাংলাদেশ
প্রধান অতিথিঃ ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।
জামালপুর থেকে সরাসরি
২৩ আগস্ট ২০২৫, শনিবার
দীর্ঘ ৯ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের বেলটিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ফরিদুল কবির তালুকদার শামীম সভাপতি এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
বিশেষ অতিথির বক্তব্যে
নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন
” নির্বাচন হলে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে এবং বিএনপির নেতৃত্ব দিবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।”
সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, মহিলা দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি এবং সাথারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় পুনরায় ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।