বরিশালে জন্ম ও মৃ,ত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃরাইহান ইসলাম সজিব, স্টাফ রিপোর্টোর বরিশাল।
আজ ২৩-০৮-২০২৫ ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকা থেকে বরিশাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক জনাব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে *জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভা* চলমান (৩৫/৪০) রয়েছে।
উক্ত মতবিনিময় সভায় *প্রধান অতিথি হিসেবে সমন্বয় ও সংস্কার সচিব (মন্ত্রীপরিষদ বিভাগ) জনাব জাহেদা পারভীন,* গেস্ট অব অনার হিসেবে *শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান* সহ অন্যান্য প্রশাসনিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন।
মত বিনিময় সভাটি অদ্য ১২:৩০ ঘটিকায় শেষ হবে মর্মে জানা যায়।