বগুড়া শিবগঞ্জে গাংনৈই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের গাংনৈই নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ) বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাটা পা উদ্ধার করে। ঘটনাস্থল সূত্রে জানা যায়, ওইদিন বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে স্থানীয় দুই শিশু মোঃ রহিদুল (১২), পিতা মোতালেব এবং মোহাম্মদ জাহিদ (১৩), পিতা একাব্বর নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীতে ভেসে আসা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। কৌতূহলবশত বস্তাটি খুললে ভেতরে মানুষের কাটা পা দেখতে পেয়ে আতঙ্কে দৌড়ে বাড়িতে চলে আসে এবং বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, এসআই রয়েল ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা পা উদ্ধার করেন। পরবর্তীতে ডিএনএ টেস্টের জন্য কাটা পা ঢাকায় প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।