বগুড়ায় একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সং,ঘ,র্ষ।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
আজ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় বগুড়া এরুলিয়া নামক স্থানে একটি ট্রাক ও কাভার্ড ভ্যান এর সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত পাঁচ ও গুরুতর আহত একজন। স্থানীয় জনগণ আহতদের কে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কারের ড্রাইভার এর সঙ্গে কথা বলে জানা যায় ” বৃষ্টির মধ্যে একটি ট্রাক তাকে ওভার টেক করে সামনে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আমি ব্রেক করলে পিছন থেকে আরেকটি গাড়ি এসে আমাকে চাপা দেয়”
ঘটনার পর বগুড়া নওগাঁ মহাসড়কে ৪ কিলোমিটার রাস্তা জুড়ে জ্যামের সৃষ্টি হয়। ঘটনার পরই পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে একটি ট্রাক কে সরিয়ে নিয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।