নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোনদিকে যাবে : নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
আলফাজ হোসেন,
জেলা প্রতিনিধি( রাজশাহী) :
নির্বাচনের ওপর নির্ভর করছে দেশ কোনদিকে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৩ আগষ্ট ২০২৫ ইং) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের ক্লান্তি লগ্নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এই নির্বাচনের দিকে দেশ ও জাতি তাকিয়ে আছে।
আমাদের প্রধান উপদেষ্টা জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে বলে প্রতিজ্ঞাবদ্ধ আমরাও তার সাথে একত্বতা ঘোষণা করছি আর আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। কোন রাজনৈতিক দল বললেন নির্বাচন হবে না সে বিষয়ে আমরা ভাবি না।
সুষ্ঠু নির্বাচন হতে যা যা প্রস্তুতি নেয়া দরকার তা আমরা নিচ্ছি ভোটার তালিকা হালনাগাদের জন্য আমাদের ৭৭ হাজারের অধিক লোক কাজ করছেন। ফেব্রুয়ারিতে রমজান মাসের আগে ইলেকশন হতে হবে সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি।
ভোটার হালনাগাদ হয়ে যাবে, নির্বাচন ইকুপমেন্ট কেনাকাটা মোটামুটি শেষ পর্যায়ে।
সীমানা নির্ধারণ প্রক্রিয়া চলমান আছে যা শুনানি আকারে চলবে।
ভোট কেন্দ্র বাছাই প্রক্রিয়া চলছে আইন শৃঙ্খলা বিষয়ে অস্ত্র অভিযান চলমান আছে।
তিনি আরও বলেন, একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোটকেন্দ্র দখল করেন। ব্লাড বক্সে সিল মারেন। এবার তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
একটি গ্রহণযোগ্য নির্বাচন উপর দোয়া আমাদের কর্তব্য এ বিষয়ে সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতিবিনিময় করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।