নওগাঁ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমানের সহধর্মিণীর নিরলস প্রচারণা
এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৬, নওগাঁ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ মোস্তাফিজুর রহমানের হয়ে নিরলসভাবে প্রচারণা চালাচ্ছেন তাঁর সহধর্মিণী। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে তিনি গ্রামের পর গ্রাম ছুটে বেড়াচ্ছেন, মানুষের দুঃখ-কষ্ট শুনছেন এবং প্রতিটি পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।
প্রচারণার মাঠে গিয়ে তিনি জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছেন— “মোস্তাফিজুর রহমান সাহেব কখনো নেতা হতে চান না। তিনি হতে চান আপনাদের প্রকৃত সেবক।”স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর এই আন্তরিক প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিটি গ্রামে গিয়ে তিনি নারী-পুরুষ, বৃদ্ধ, যুবক, কৃষক ও শ্রমজীবী মানুষের সাথে কথা বলছেন। তিনি তুলে ধরছেন জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার এবং উন্নয়নমূলক পরিকল্পনার কথা।
তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ক্ষমতায় যাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো জনগণের সেবা করা, তাঁদের সুখ-দুঃখে পাশে থাকা। মোস্তাফিজুর রহমান আপনাদের সেবক হিসেবে কাজ করবেন, নেতা হয়ে দূরে থাকবেন না।”
অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে যে, মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিণীর এই প্রচারণা এক নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে নারীদের মাঝে তাঁর উপস্থিতি এক ধরণের আস্থা জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, পরিবারের একজন সদস্য মাঠে থেকে যে আন্তরিকতার সঙ্গে ভোটারদের কাছে পৌঁছাচ্ছেন, তা রাজনীতিতে বিরল উদাহরণ।
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিতে বলা হয়েছে, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কৃষকদের ন্যায্যমূল্য, যুবকদের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।গ্রামগঞ্জের মানুষের সঙ্গে কথোপকথনে তিনি সবসময় জোর দিয়ে বলছেন— “আপনাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই আমরা রাজনীতি করছি। নেতা নয়, সেবক হিসেবেই পাশে থাকব।”