ধানের শীষ প্রতীকে তারুণ্যের প্রথম ভোট পেতে হলে নতুন প্রজন্মের
ভাষা বুঝতে হবে –মশিউর রহমান বিপ্লব
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেছেন, তারণ্যের প্রথম ভোট ধানের শীষে পেতে হলে নতুন প্রজন্মের ভাষা বুঝতে হবে, সময়ের চাহিদা বুঝতে হবে, অন্যথায় নের্তৃত্ব পিছিয়ে পড়বে।
ভোটের জন্য ১৭ বছর লড়াই করেছে বিএনপি। এমন কাজ করা যাবে না যাতে আমরা প্রশ্নের সম্মুখীন হই ।
তিনি শুক্রবার বিকালে ফেনী পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডের মেহেদী সাঈদী উচ্চ বিদ্যালয়ে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য আরও বলেন,
১৪ নং ওয়ার্ড বিএনপির ঘাটি হওয়া সত্ত্বেও কিছু কুলাঙ্গার ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেছিল, ফলে অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছিল, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে ।
মাদক কারবারি আর চাঁদাবাজকে সদস্য করা যাবে না । আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান ।
ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ডা.রফিকুল ইসলাম এর সঞ্চালনায়
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুন্ম আহ্বায়ক এয়াকুব নবী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভুইঁয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সহ স্হানীয় নেতৃবৃন্দ।