তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে পত্নীতলায় সামসুজ্জোহার লিফলেট বিতরণ
মোঃ সাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁর পত্নীতলায় গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী ও পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফটে বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা।
এসময় সাথে ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, আব্দুলাহ আল মাসুম, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, পৌর মহিলা দলের নেত্রী মাহফুজা খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক সাগর হোসেন, আব্দুল কাদের, সাদিকুল বারি, রফিকুল ইসলাম সাহেব, সাহির হোসেন (শিপু) বিপ্লব, নাহিদ হাসান, আশরাফুল ইসলামসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।