ঘাটাইলের উওর ধলাপাড়াতে ৬০ পিস ইয়াবা সহ গ্রে,ফ,তার ১
আঃ হালিম আতিক
জেলা প্রতিনিধি টাঙ্গাইল
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফের নির্দেশে ২৩/০৮/২৫ তারিখ শনিবার আনুমানিক বিকাল ০৫:৩০ ঘটিকার সময় গোপন সসংবাদের ভিত্তিতে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক জনাব মোঃ মাহফুজ আলম সাহসী নেতৃীতে সঙ্গীয় ফোর্স এএ এস আই আমিরুল এবং এএ এস আই আবুল হোসেনকে নিয়ে ঘাটাইল থানাধীন উওর ধলাপাড়া পাকা রাস্তার পাশে ইট ও খোয়ার উপর কতিপয় ব্যক্তি অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রয় কালে ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন দৌড়ে পালানোর সময় সঙ্গীয় দের সহযোগীতার জাহান আলী (৫২)(পিতা- ইমাম আলী,সাং- উত্তর ধলাপাড়া, থানা ঘাটাইল জেলা টাংগাইল) নামে এক জন কে আটক করতে সক্ষম হন।তখন উপস্থিত সাক্ষী দের সামনে তার লুঙ্গীর ডান কোচে গোজা অনস্থায় একটি সাদা রঙের এয়ার টাইট পলিথিন প্যাকডে ৬০পিস ইয়াবা পাওয়া যায় যাহ আসামী নীজেই বের করে দেয়।
তখন আসামী জাহান আলীকেগ্রেফতার করে প্রথমে ধলাপাড়া ফাঁড়িতে আনা হয় , জিগ্যেসার পর ঘাটাইল থানায় পাঠানো হয়েছে ।