কাজিপুরে যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মোঃ গোলাম মোস্তফা
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ কাজিপুরে উপজেলা পরিষদ মাঠে চরাঞ্চল বনাম বিড়া অঞ্চল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ আগস্ট) বিকাল পাঁচটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাজিপুর উপজেলা শাখা যুব বিভাগ এ খেলার আয়োজন করে। প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির, কেন্দ্রিয় মজলিসে সুরা সদস্য ও কাজিপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা অধ্যক্ষ মোঃ শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও কাজিপুর মহিলা কলেজের
অধ্যাক্ষ হাসান মনসুর মিলন, কাজিপুর উপজেলা জামায়াতের আমীর জাহিদুল ইসলাম স্বপন,
নায়েবে আমির সুপার মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারী আরমান হোসাইন, কাজিপুর উপজেলা যুব-বিভাগের সভাপতি রেজাউল করিম শাওন, সেক্রেটারী মোঃ কাওসার জাহান, কাজিপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত খেলায় চরাঞ্চল ও বিড়া অঞ্চল সমান পয়েন্ট অর্জন করে। বৃষ্টির মধ্যে খেলা উপভোগ দর্শকরা।