উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর গঠনতন্ত্র অনুমোদন
মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার – সেনবাগ নোয়াখালী :-
নোয়াখালীর সেনবাগ উপজেলায় অবস্থানরত সংবাদকর্মীদের সংগঠন উপজেলা প্রেসক্লাব সেনবাগ এর গঠনতন্ত্র অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক মানবজমিন সেনবাগ প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মো. সামছুল হক।
৩০ ধারা ও অসংখ্য উপধারা সম্বলিত গঠনতন্ত্রটি সাধারণ সদস্যদের মাঝে উপস্থাপন করেন, গঠনতন্ত্র প্রণায়ন উপকমিটির আহবায়ক, মো. সাহাব উদ্দিন।
পরে সকল সদস্য ও অতিথিবৃন্দের উপস্থিতিতে গঠনতন্ত্র পাঠ করা হয়। গঠনতন্ত্র পাঠ করেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আলো।
এসময় গঠনতন্ত্র পর্যালোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটির আহবায়ক ও প্রেসক্লাব এর সহ-সভাপতি মো: সাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো: মনোয়ারুল হক, মো: আমির হোসেন লিটন। এছাড়াও বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোহাম্মদ হারুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো: জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো: ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মিন্টু, দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান হারুন, সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আবদুল মোতালেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবদুল খালেক ভূঁইয়াসহ প্রমুখ।
পরে গঠনতন্ত্র পাঠান্তে সকল সদস্যের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে তা অনুমোদন দেওয়া হয়।
একটি সুন্দর, সাবলীল, প্রাঞ্জল ভাষায় সময়োপযোগী গঠনতন্ত্র প্রণয়নের জন্য বক্তাগণ গঠনতন্ত্রের প্রণেতা এবং প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন খোন্দকারসহ গঠনতন্ত্র উপকমিটির সকল সদস্যের ভুয়সী প্রশংসা করেন।