সিরাজদিখানে নৌকা বাইচ দেখতে গিয়ে ডুবে শিশুর মৃ,ত্যু
আশিকুর রহমান : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতি নদীতে নৌকা বাইচ চলছিল। এ সময় নদীতে সাতরে একটি ডিঙ্গি নৌকায় ওঠার চেষ্টা করছিল তেঘরিয়া সনটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিফাত (১২)। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের নিচে পড়ে সে নিখোঁজ হয়। রিফাত রাজানগর ইউনিয়নের কাজল মিয়ার ছেলে।
শুক্রবার বেলা ১১টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে শেখরনগর এলাকায় নদী থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “নদীতে স্রোত না থাকায় আমরা প্রথম থেকেই ধারণা করেছিলাম মরদেহটি আশপাশেই আছে। শেষ পর্যন্ত তা-ই হয়েছে।”
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম জানান, প্রতি বছর এই দিনে ইছামতি নদীতে স্থানীয়ভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ নৌকা বাইচ দেখতে আসেন এবং অনেকে ছোট নৌকায় করে নদীতে নামেন। রিফাতও এমনভাবে দুর্ঘটনার শিকার হয়। ফায়ার সার্ভিসের টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।