মুন্সীগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী ফজলুল করিমের গণসংযোগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম নির্বাচনী মাঠে সরব হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় তিনি মাওয়া বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি আসন্ন নির্বাচনে সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে অধ্যাপক ফজলুল করিম প্রতিশ্রুতি দেন— তিনি নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও অংশ নেন।