বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের এর উদ্যোগে দিনব্যাপী পরিচ্ছন্নতা
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
পরিষ্কার করে ময়লা স্থান, সবুজ বাতি জ্বালিয়ে দিলাম এই শ্লোগান কে সামনে রেখে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কক্সবাজার সদর উপজেলা ও কক্সবাজার পৌরসভার সহযোগিতায় দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়, উল্লেখ যে, বেশ কিছু দিন ধরে রাতের আধারে কক্সবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে কে বা কারা। দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন পাশের স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ স্থানীয় বাসিন্দাগন। এ ছাড়াও মহাসড়কের নিচ দিয়ে প্রবাহমান নালাটি আবর্জনার স্তুপে ভরাট হয়ে পানি প্রাবাহ বাধাগ্রস্থ হচ্ছিল।
কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ, ২২ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০ টা হতে উক্ত স্থানে দিনব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
উপজেলা প্রশাসন কক্সবাজার সদর এর এই পরিচ্ছন্নতা অভিযানে সহযোগিতা করছেন বিডি ক্লিন কক্সবাজারের এক ঝাক তরুণ ভলান্টিয়াররা, ব্র্যাক এবং কক্সবাজার পৌরসভা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সকলের দায়িত্ব । জলাবদ্ধতা নিরসন এবং পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চাই।
মহাসড়কের পাশে উক্ত স্থানে ময়লা আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী।