পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের অভি,যা,নে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রে ফতার
মোঃ মোহন মিয়া
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৫) রাত ৯টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেল হাটের উত্তরে মোলানীর দীঘির সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এবং পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এসআই মোঃ আবু হোসেনের নেতৃত্বে এসআই সাদেকুলসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলো—
১. শাহজাহান আলী (৩৮), পিতা মৃত সামাদ, গ্রাম ছোট কামাত, সদর, পঞ্চগড়।
২. আবু বক্কর সিদ্দিক (২৬), পিতা আফাজুল ইসলাম, একই গ্রামের বাসিন্দা।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ীদের হাতেনাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
এ প্রসঙ্গে অভিযানের নেতৃত্বদানকারী এসআই মোঃ আবু হোসেন জানান—
“মাদক সমাজের জন্য মহামারীর মতো। এ ধরনের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয্যয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সদর থানার সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।