নান্দাইলে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন, আলোচনা ও দোয়া মাহফিল
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল নতুন বাজার কলেজ গেইট সংলগ্ন বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১৫৩ (নান্দাইল-৯) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন (এসবিপি, ওএসপি, আরসিডিএস, পিএসসি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ওমর ফারুক নোমানী। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব বা অন্যায় কাজে জড়িত হওয়া যাবে না। যারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হোন। ইনশাল্লাহ, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি জনগণের দল।”
সভায় আরও বক্তব্য রাখেন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান গণু, গাংগাইল ইউনিয়ন বিএনপির গোলাপ মেম্বার, সাবেক ছাত্রনেতা মোঃ মবিন মিয়া, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সম্মানিত সদস্য রিয়াদ হোসেন খান আনোয়ার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি উল্লেখ করেন, কার্যালয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আগত বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। প্রধান অতিথি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলমত নির্বিশেষে সকলের কাছে নিজের জন্য দোয়ার আবেদন জানান।