নাচোলে নেশাখোর স্বামীর নির্যাতনে স্ত্রী নি,হ,ত
অভিজিত, নাচোল, উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নেশাখোর স্বামীর নির্যাতনে স্ত্রী নিহত হওয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, থানার পরিচ্ছন্নতা কর্মী মৃত জগেন বাঁশফোড়ের ছেলে গনেশ বাঁশফোড়(৩৮) ও তার স্ত্রী আঁখি রানী(৩০)র মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গনেশ নেশাগ্রস্ত অবস্থায় উপজেলার মুসলিমপুর রোডপাড়ার বাড়ীতে গত ১৮ আগস্ট স্ত্রী আঁখিকে বেধড়ক মারপিট করে। স্ত্রী আঁখি অসুস্থ্য হয়ে পড়েলে গোপনে উপজেলার আড্ডায় আঁখির ভায়ের বাসায় স্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করে। আঁখির অবস্থা খারাপ হলে ২১ আগস্ট গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে আঁখির মৃত্যু হয়। খবর পেয়ে নাচোল থানার পুলিশ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বামী গনেশকে আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে নাচোল থানায় মামলা হয়েছে।
২২ আগস্ট ২০২৫ ইং