তারেক রহমানের নির্দেশে
দেশগড়ার সংগ্রামে যুবদলকে প্রস্তুত থাকতে হবে নঈম উল্লাহ চৌধুরী বরাত
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি চট্টগ্রাম
বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ফেনী শহরের ১,২,৩ ও ৪নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনী পৌর প্রাঙ্গণে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে যুবদলকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য কর্মী সম্মেলন। বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামের সময় যাঁরা জীবনবাজি রেখে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন এবং যাঁরা দুঃসময়ে চরিত্র হারায়নি এবং সুসময়ে আদর্শচ্যুত হয়নি আগামী দিনের নেতৃত্বে তারাই আসবেন।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত যুবদল নেতাকর্মীরা দেশ গড়ার সংগ্রামে আগামীতেও সাহসী ভূমিকা পালন করবে। আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। ।
সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল। বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন।
ফেনী শহর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক হায়দার আলী রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী শহর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, নুরুল ইসলাম, ফেনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদল নেতা আতিকুর রহমান কিরন,২নং ওয়ার্ড যুবদল নেতা মোরশেদুর রহমান, ৩নং ওয়ার্ড যু্দল নেতা সরোয়ার হোসেন, ফরহাদ হোসেন, ৪নং ওয়ার্ড কামরুল হাসান, জাহিদ ও সাদ্দাম হোসেন রুবেল প্রমুখ।