টঙ্গিবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
হোসেন হাওলাদার
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার আবদুল্লাহ পুর হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন তেতুল তলা স্পোটিং ক্লাব বনাম পাইক পাড়া স্পোটিং ক্লাব, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব কে ১-২ গোলে পরাজিত করে তেতুল তলা স্পোটিং ক্লাব জয় লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।
আব্দুল্লাহ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ করিম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাফর দেওয়ানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন,লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন মোল্লা, জহিরুল ইসলাম মুরাদ,পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলাম, কেএম জহিরুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না,বিক্রমপুর টঙ্গিবাড়ী ডিগ্রী কলেজের সাবেক জিএস হুমায়ুন কবির হিমু, এ জি এস নাদিম জামান বিদ্যুৎ, বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির শেখ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাসিমা আক্তার, যুবদল নেতা রিপন ভুইয়া প্রমুখ।