চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃ,ত্যু
অপুদাস ষ্টাফ রিপোর্টার রাজশাহী
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর এবং সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
মৃত দুজন হলেন—চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) এবং রাজশাহী শহরের শিরোইল মোল্লা মিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাফিয়া ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান। আইয়ুব মারা যান সকাল ৭টা ৪০ মিনিটে।
এ নিয়ে চলতি বছরে রামেক হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।এখন ২১ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১২ জন, ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে ১৯৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশালে ৮২ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ১৫ জন এবং ময়মনসিংহে ২ জন রোগী রয়েছেন।