কোস্টগার্ডের অ,ভিযা,নে হরিণের মাংসসহ একজন আ,ট,ক
স্টাফ রিপোর্টার মো: নাঈম বিন রফিক
মোংলা প্রতিনিধি
বাগেরহাট:
বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক শুক্রবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে মোংলার সাইলো ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জয়মনি এলাকার নজরুল গাজীর ছেলে মো: হাসান (৩৪) কে হরিণের মাংসসহ আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আটককৃত হাসানের কাছ থেকে প্রায় ৪০ কেজি হরিণের মাংস, হরিণের মাথা এবং চার জোড়া পা উদ্ধার করা হয়েছে। এসব মাংস তিনি বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় অবৈধভাবে হরিণ শিকার ও মাংস ব্যবসার সাথে জড়িত।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় তারা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। আটককৃত হাসানকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তারা আরও বলেন, বন্যপ্রাণী শিকার, বনজ সম্পদ পাচার, জলদস্যুতা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।