কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ।
দিপক চন্দ্র দেব, হোমনা (কুমিল্লা)
বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫,
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে সাধারণ ভোটার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে ঢাকা-কুমিল্লা মহাসড়কের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি হয়।
বিক্ষোভ চলাকালে মহাসড়কে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী প্রায় পাঁচ কিলোমিটার জোরে সৃষ্টি সৃষ্টি হয় তিব্র যানজটের । এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে ১১:৩০ মিনিটে বিক্ষোভ তুলে নিলে যান চলাচল স্বভাবিক হয়।
গত ৩০ শে জুলাই আসন পূর্ণ বিনাশের খসড়ায় হোমনা ও তিতাস উপজেলা এক করে কুমিল্লা (২) আসন ঘোষণা করা হয়। এই খসড়াকে প্রত্যাখান করে হোমনা ও মেঘনা এই দুই উপজেলা মিলে কুমিল্লা (২) আসনের দাবি জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
আন্দোলনকারীরা বলেন, ‘হোমনা ও মেঘনা ভৌগোলিকভাবে কাছাকাছি, যাতায়াত ব্যবস্থা একক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কও অটুট। অথচ সরকার জনমতের তোয়াক্কা না করে কুমিল্লা-২ আসন বিভক্ত করে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে।’
আমাদের আর কোনো দাবি নেই- সরকারকে অনুরোধ করছি, কুমিল্লা-২ আসন পুনর্বহাল করুন।’
বিক্ষোভকারিরা বলেন তাদের এই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হবে।