উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সরওয়ার জাহান সভাপতি, সোলতান মাহমুদ সাধারণ সম্পাদক
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় বর্ণিল আয়োজন ও সুশৃঙ্খল পরিবেশে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরওয়ার জাহান চৌধুরী সভাপতি এবং সোলতান মাহমুদ চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফের সাবেক এমপি ও কক্সবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও অ্যাডভোকেট আজম খান, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী এবং জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।
দিনব্যাপী সম্মেলনে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানটি দলের ঐক্য ও সংকল্পের প্রতিফলন ঘটিয়ে সাফল্যের সঙ্গে শেষ হয়।