ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনির কাছাকাছি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আ,হত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িটিতে চারজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তানজীল ও আরমান নামের দুই যুবক মারা যান। পরে আহত দু’জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ছায়রা (২০) কে মৃত ঘোষণা করেন।
আহত রবিণ (২২) সাংবাদিকদের জানান, তারা মধ্য বাড্ডা থেকে মাওয়া বেড়াতে এসেছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, গাড়ির চালক একসময় পেট্রোল পাম্পে থেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। এসময় যাত্রীদের একজন চালকের আসনে বসে গাড়ি চালু করেন এবং কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোরালো শব্দের সাথে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও সকাল ৭টার পর থেকে পুনরায় স্বাভাবিক হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গাড়ির ভাঙা অংশ ছড়িয়ে আছে, চারপাশে রক্তে ভেসে যাচ্ছে জায়গাটি। সেখানে দুইজনের মরদেহ পড়ে ছিল এবং আহত একজন ব্যথায় কাতরাচ্ছিল।”
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসেই এক্সপ্রেসওয়েতে এখন পর্যন্ত অন্তত ১২টি দুর্ঘটনা ঘটেছে, এতে প্রাণ হারিয়েছেন সাতজন।