কাজী মঈনুল আলম, বিশেষ প্রতিনিধি
আজ ২১/৮/২৫ ইং তারিখ সকাল ১০ টা থেকে বরিশালের হিজলা উপজেলার ডা: খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের উপস্হিত সকল শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে তাদের শিক্ষক লাঞ্চিত হবার প্রতিবাদে করে। তারা উত্তাল হয়ে মিছিলের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। স্থানীয় প্রভাবশালী এক অভিভাবক ঐ স্কুলের একজন শিক্ষক কে লাঞ্চিত করেন। তারই প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা কাউরিয়া-মৌলভীরহাট প্রধান সড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে লাঞ্চনাকারির বিচার ও সভাপতির পদত্যাগ দাবী করেন। ইউএনও মহোদয় ঘটনা স্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষন করছেন । এখনও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানাচ্ছেন, লাঞ্চনাকারির বিচারের আস্বাস না পাওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উদ্ধতন সবার সাথে যোগাযোগ করছেন।