পুত্রজায়া – মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (JIM) সেলাঙ্গরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৯৪ জন অবৈধ বিদেশি (PATI)-কে আটক করেছে। সোমবার ও মঙ্গলবার পরিচালিত এই অভিযানে এক বিনোদন পার্ক, শিল্প কারখানা এবং একটি সুপারমার্কেটে তল্লাশি চালানো হয়।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শা'আবান জানান, প্রথম অভিযানটি সোমবার কাজাংয়ের বান্দার সুংগাই লং-এ একটি বিনোদন পার্কে পরিচালিত হয়। টানা দুই সপ্তাহের নজরদারির পর দুপুর ১টা ৪০ মিনিটে শুরু হওয়া অভিযানে ১২৩ জনকে যাচাই করা হয়, যাদের মধ্যে ৫২ জন বিদেশি ও ৭১ জন স্থানীয় নাগরিক ছিলেন।
এ সময় ৪৬ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে মিয়ানমারের ৩১ জন পুরুষ ও ৯ জন নারী, ইন্দোনেশিয়ার ২ জন পুরুষ, বাংলাদেশের ৩ জন পুরুষ এবং থাইল্যান্ডের এক নারী রয়েছেন। আটককৃতদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে।
সবাইকে বারানাং-এর মিলেনিয়াম ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে এবং পরবর্তী তদন্ত চলছে। এ ছাড়া ৪টি ফর্ম-২৯ (সাক্ষী তলব নোটিশ) জারি করা হয়েছে।