শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ সাইফুল ইসলাম শুভ
শেরপুর প্রতিনিধি
শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময়, সংগ্রামী ও ঐতিহ্যবাহী ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে চারটায় বৃষ্টি ভেজা দিনে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যলি বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি অফিসে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের ধানের শীষের কান্ডারী, কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা। এছাড়াও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব মোঃ নিয়ামুল হাসান আনন্দ,হাবিবুর রহমান হাবিব উপজেলা আহবায়ক সেচ্ছাসেবক দল শেরপুর,সাইদুল ইসলাম সানি সাবেক আহবায়ক শহর সেচ্ছাসেবক দল শেরপুর, সবুজ আহমেদ সদস্য সচিব শহর সেচ্ছাসেবক দল শেরপুর আরও উপস্থিত ছিলেন জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
ডাঃ সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তার বক্তব্যে বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা দীর্ঘদিন ধরে জেল-জুলুম, পুলিশি নির্যাতন, ঘরছাড়া, গুম-খুনের মতো দুঃসহ পরিস্থিতি মোকাবিলা করেছেন। তবুও তারা দল ছেড়ে যায়নি, বরং আরো দৃঢ়চিত্তে আন্দোলন চালিয়ে গেছেন। আজ সময় এসেছে স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের।”
তিনি বলেন আপনারা যদি ধানের শীষে ভোট দেন আমি যদি পাশ করে সংসদে যেতে পারি আমি সারা জীবন আপনাদের সাথেই থাকব আপনাদের সুখে দুঃখে একসাথে কাজ করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,
“আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ইতিহাস, ঐতিহ্য ও ত্যাগের কথা স্মরণ করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শেরপুর জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।