পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত জাফর শেখের ছেলে দুলাল শেখের সঙ্গে একই গ্রামের ইদ্রিস শেখের মেয়ে রঞ্জিলা বেগমের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুলাল স্ত্রীর ওপর নির্যাতন চালাতো। একাধিকবার গ্রাম্য শালিস হলেও সমাধান হয়নি। অবশেষে নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেড় মাস আগে রঞ্জিলা তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে যান।
প্রভাবশালী ভাইয়ের ছত্রছায়ায় দুলালের বেপরোয়া কর্মকাণ্ড
এলাকাবাসীর অভিযোগ, দুলাল শেখ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী হত্যার অভিযোগও রয়েছে। প্রভাবশালী বড় ভাই সাবেক মেম্বার খবির শেখের ছত্রছায়ায় এলাকায় বেপরোয়াভাবে অপরাধ করে আসছিল সে। রঞ্জিলার ওপর নির্যাতনের ঘটনায় থানায় একাধিক অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক দুলালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে বৃহস্পতিবার ভোরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “ঘাতক দুলাল শেখকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। ”
নিহত রঞ্জিলার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মোংলায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বজনরা।