মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী আয়োজনে যিকির ও নাত মাহফিল
হোসেন হাওলাদার
স্টাফ রিপোর্টার ( মুন্সীগঞ্জ )
মুন্সীগঞ্জ শহরে হযরত মুজাদ্দিদ আলফেসানী (রহ.) ও আলা হযরত ইমাম আহমদ রযা খান (রহ.) এর উরস বার্ষিকী উপলক্ষে ইজতেমায়ে যিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বাদ এশা শহরের দক্ষিণ কোটগাঁও সুন্নী জামে মসজিদে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের মোশাওয়ারাত সদস্য আলহাজ্ব মুহাম্মদ রিয়াজ আত্তারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। মাহফিলের সভাপতিত্ব করেন মুহাম্মদ রাফি আত্তারী।
এ সময় বিভিন্ন আলেমগণ হযরত মুজাদ্দিদ আলফেসানী ও আলা হযরত ইমাম আহমদ রযা খানের জীবনী নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।