বাবার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে ব্যারিস্টার অপুর মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
বাবার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়ে লন্ডন প্রবাসী ব্যারিস্টার অপু নান্দাইল উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করেছেন।
বুধবার (২০ আগস্ট) তিনি নান্দাইল পৌরসভা ও আশপাশ এলাকার একাধিক মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে তিনি নগদ অর্থ সহায়তা তুলে দেন।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—
পৌরসভার ৬নং ওয়ার্ডের আমোদাবাদে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মুআয ইবনে জাবাল (রাঃ) মাদ্রাসা,
পৌরসভার ১নং ওয়ার্ডের কাকচর মহল্লার অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা,
কাকচর ভুইয়া বাড়ি জামে মসজিদ,
মোয়াজ্জেমপুর ইউনিয়নের মধ্যকপালহরের দারুণ কোরআন মাদানী একাডেমি,
নান্দাইল ইউনিয়নের সাভার মিফতাহুল উলুম মাদ্রাসা।
এসময় ব্যারিস্টার অপু অনুদানের পাশাপাশি “মুআয ইবনে জাবাল (রাঃ) মাদ্রাসায়” আজীবন দাতা সদস্য হিসেবে তার নাম তালিকাভুক্ত করেন।
তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন— “আমার বাবার সুস্থতার জন্য আপনাদের দোয়া চাই। আল্লাহর রহমত ও আপনাদের দোয়াতেই তিনি দ্রুত আরোগ্য লাভ করবেন বলে আমি বিশ্বাস করি।”
প্রতিটি প্রতিষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা ব্যারিস্টার অপুর বাবার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।
ব্যারিস্টার অপু নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই (মোহনপুর) গ্রামের সন্তান। তার বাবা মোঃ নুরুল ইসলাম ভুইয়া (অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার)। কর্মসূত্রে তিনি লন্ডনে থাকলেও নিয়মিত দেশে ফিরে সামাজিক উন্নয়নমূলক কাজ ও দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ান।
এর আগেও তিনি বিভিন্ন মসজিদ- মাদ্রাসায় অনুদান, গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং অসহায়দের সহায়তায় এগিয়ে এসেছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।
অনুদান গ্রহণকারী ইমাম ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন— “ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের কল্যাণে প্রবাসে থেকেও এভাবে অবদান রাখা সত্যিই প্রশংসনীয়।”
এসময় উপস্থিত সকলেই ব্যারিস্টার অপুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পারিবারিক কল্যাণ কামনা করেন।