(লেখক)✍ মোঃ রাজু
দৈনিক প্রভাতী বাংলাদেশ
পূর্ব আকাশে রঙিন আলো,ঘুম
ভাঙে পাখির ডাকে।
কৃষক নামে মাঠের বুকে,স্বপ্ন
জাগে ধানের আঁকে।
শিশিরভেজা সবুজ ঘাসে,খেলে
রোদ্দুর সোনালি।
বকুল, শিউলি সুবাস ছড়ায়,গ্রামটি
যেন খেয়ালী।
বটের ছায়ায় বুড়ো দাদু,আসরে
বসে গল্প বলে।
শিশুরা হাসে দৌড়ে খেলে,আনন্দ
নামে বুকের তলে।
প্রভাত জাগে শান্ত গ্রামের,মাটির
টানে প্রাণ জুড়ে।
বাংলার রূপ সোনার মতো,চিরদিন
থাকুক ভোরের সুরে।