সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দাবিতে নারায়ণগঞ্জে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ আগষ্ট দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এসময় মানব বন্ধনে আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু সাঈদ আরমানের সঞ্চালনায় সভাপতিত্বে করেন একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ইব্রাহিম খলিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - মোস্তাফিজুর রহমান গাজী, সোহেল শিরাজী, হুমায়ূন কবির, সঞ্জয় ঘোষাল, মাজেদা আক্তার, নূর জাহান আক্তার, আল মামুন,সুবল দেবনাথ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছি।একই যোগ্যতায় সরকারি অন্য বিভাগে সুযোগ সুবিধা বেশি থাকলেও মাধ্যমিক শিক্ষকরা বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা বলেন, আমাদের একটাই দাবি এন্ট্রি
পদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি এবং এটি বাস্তবায়িত হয়ে শিক্ষকরা তাদের সঠিক মর্যাদা ফিরে পাবো বলে আমরা মনে করি।